নতুন ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করবে অসামরিক বিমান পরিবহন নীতি: প্রধানমন্ত্রী মোদী

April 27th, 10:37 am

আঞ্চলিক সংযোগরক্ষাকারী প্রকল্পের অধীনে আজ সিমলা থেকে প্রথম উড়ান বিমানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী মোদী বললেন যে ভারতে বিমান ক্ষেত্রে সুযোগ রয়েছে। তিনি আরো বললেন বিমান পরিবহন নীতি প্রতিটি ভারতীয়র আকাঙ্ক্ষা পূরণ করেছে। তিনি বললেন, আগে আকাশে চড়াটা সমাজের একাংশের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন সেটার পরিবর্তন হয়েছে।

শিমলা থেকে দিল্লির মধ্যে আঞ্চলিক যোগাযোগ স্কিমে প্রথম উড়ান বিমানের যাত্রা পথের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

April 27th, 10:36 am

আঞ্চলিক বিমান যোগাযোগ স্কিমের মধ্যে প্রথম উড়ান বিমানের সূচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। দ্বিতীয় ও তৃতীয় টায়ার সিটির অব্যবহৃত ও কম ব্যবহৃত বিমান বন্দরকে যুক্ত করা। একই সঙ্গে শিমলায় হাউড্রো ইঞ্জিয়ারিং কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।