মহারাষ্ট্রের পুণেতে দগড়ুশেঠ মন্দির দর্শন ও পুজার্চনা প্রধানমন্ত্রীর

August 01st, 03:10 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ মহারাষ্ট্রের পুণেতে দগড়ুশেঠ মন্দির দর্শন ও পুজার্চনা করেন।

প্রধানমন্ত্রী পয়লা অগাস্ট পুণে সফর করবেন

July 30th, 01:51 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পয়লা অগাস্ট মহারাষ্ট্রের পুণে সফর করবেন। সকাল ১১টায় তিনি দাগদুশেঠ মন্দির দর্শন করবেন এবং পুজো দেবেন। ১১টা ৪৫ মিনিটে তাঁকে লোকমান্য তিলক জাতীয় পুরস্কার প্রদান করা হবে। এরপর, ১২টা ৪৫ মিনিটে শ্রী মোদী মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করবেন। এছাড়াও, বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস করবেন তিনি।