প্রধানমন্ত্রী লিসবনের চ্যাম্পালিমাও ফাউন্ডেশন পরিদর্শন করলেন

June 24th, 09:46 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পর্তুগালের প্রধানমন্ত্রী শ্রী অ্যান্তোনিও কোস্টা’র সঙ্গে শনিবার লিসবনের চ্যাম্পালিমাও ফাউন্ডেশন পরিদর্শন করলেন| এই কেন্দ্রটি এমনভাবে তৈরি করা হয়েছে, যেখানে রয়েছে একটি ক্রান্তীয় অঞ্চলের মত বাগান, যেখান থেকে নদী ও সমুদ্রকে দেখা যায় এবং রয়েছে প্রচুর সূর্যালোক—আর এর নকশা করেছেন ভারতের একজন স্বনামখ্যাত আর্কিটেক্ট: চার্লস করেয়া|