
বাওলিয়ালি ধাম-এর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ
March 20th, 04:35 pm
মহন্ত শ্রী রাম বাপুজি, সমাজের অগ্রণী ব্যক্তিবর্গ, এই অনুষ্ঠানে লক্ষ লক্ষ ভক্ত ভাই ও বোনেদের নমস্কার, জয় ঠাকর!
বাওলিয়ালি ধামের অনুষ্ঠানে ভাষণ প্রধানমন্ত্রীর
March 20th, 04:30 pm
বাওলিয়ালি ধামে গুজরাটের ভারওয়াড় সমাজের এক অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে আজ ভাষণ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সমাবেশে শ্রী মোদী মহন্ত শ্রী রাম বাপু, ধর্মীয় নেতৃবৃন্দ এবং উপস্থিত হাজারো ভক্তবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা এবং ভারওয়াড় সমাজ এবং সাধু ও মহন্ত, যাঁরা এই পরম্পরাকে রক্ষা করে চলেছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। ঐতিহাসিক মহাকুম্ভের আনন্দ ও গর্বের কথা তুলে ধরে শ্রী মোদী ঐ পবিত্র অনুষ্ঠানে মহন্ত শ্রী রাম বাপুকে মহামণ্ডলেশ্বর উপাধি প্রদান এক উল্লেখযোগ্য ঘটনা বলে আখ্যা দিয়ে একে এক অসাধারণ সাফল্য এবং সকলের কাছে এক গভীর সন্তোষের কারণ বলে ব্যাখ্যা করেন।