আজ গুজরাটে ওখা মূল ভূখন্ডের সঙ্গে বেট দ্বারকা দ্বীপের সংযোগ রক্ষাকারী সুদর্শন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

February 25th, 11:49 am

গুজরাটে আজ নবনির্মিত সুদর্শন সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ২.৩২ কিলোমিটার দীর্ঘ এই সেতুটি রাজ্যের ওখা মূল ভূখন্ডের সঙ্গে বেট দ্বারকা দ্বীপের সংযোগ রক্ষা করবে। প্রায় ৯৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি হল দেশের দীর্ঘতম কেবল সেতু।