সংসদ ১২৫ কোটি ভারতীয়ের স্বপ্ন ও কন্ঠস্বরের প্রতীক: প্রধানমন্ত্রী মোদী

August 01st, 07:57 pm

সেরা সাংসদ পুরস্কার প্রদান অনুষ্ঠানের ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, সংসদে সংহতিনাশ সাধারণ মানুষকে ও সর্বোপরি তাদের প্রতিনিধিরা সাংসদের ওপর প্রভাব ফেলে। সংহতিনাশ সরকারের চেয়ে দেশের পক্ষেই বেশি ক্ষতিকারক বলেও তিনি জানান। প্রধানমন্ত্রী বলেন যে সাংসদদের দায়িত্ব হল সংসদের কাজ মসৃণভাবে চলতে দেওয়া যাতে প্রত্যেক সাংসদ বক্তব্য পেশের সুযোগ পান এবং সংসদের ইতিহাসের অংশীদার হতে পারেন।

সেরা সাংসদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

August 01st, 07:57 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নতুন দিল্লীতে বুধবার ভারতীয় সংসদীয় গোষ্ঠী আয়োজিত সেরা সাংসদ পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দেন। সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি শ্রী রামনাথ কোবিন্দ সেরা সাংসদ পুরস্কার প্রদান করেন। উপরাষ্ট্রপতি শ্রী এম. বেঙ্কাইয়া নাইডু লোকসভার অধ্যক্ষা শ্রীমতি সুমিত্রা মহাজনও অনুষ্ঠানে উপস্হিত ছিলেন।