যৌথ বিবৃতি : সপ্তম ভারত-জার্মানি ইন্টার-গভর্মেন্টাল কনসালটেশনস (আইজিসি)
October 25th, 08:28 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফেডারেল চ্যান্সেলর ওলফ স্কোলজ ২৫ অক্টোবর ২০২৪ তারিখে নতুন দিল্লিতে অনুষ্ঠিত ভারত-জার্মানি ইন্টার-গভর্মেন্টাল কনসালটেশনস-এর সপ্তম পর্বের বৈঠকে যৌথ সভাপতিত্ব করেন। ভারতের পক্ষে প্রতিনিধিদের মধ্যে ছিলেন প্রতিরক্ষা, বিদেশ, বাণিজ্য ও শিল্প, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি (প্রতিমন্ত্রী) এবং দক্ষতা উন্নয়ন প্রতিমন্ত্রী। জার্মানির পক্ষে ছিলেন সেদেশের আর্থিক বিষয়ক ও জলবায়ু, বিদেশ বিষয়ক, শ্রম ও সামাজিক বিষয়ক এবং শিক্ষা ও গবেষণা বিষয়ক মন্ত্রীরা। সেই সঙ্গে ছিলেন দু-দেশের পদস্থ আধিকারিকরা।জার্মানির চ্যান্সেলরের ভারত সফরকালে সপ্তম আন্তঃসরকার পর্যায়ে আলোচনা ও পরামর্শ বৈঠকের ফলাফল
October 25th, 07:47 pm
জার্মানির চ্যান্সেলরের ভারত সফরকালে সপ্তম আন্তঃসরকার পর্যায়ে আলোচনা ও পরামর্শ বৈঠকের ফলাফলের মধ্যে রয়েছে - নতুন এবং আগামীদিনের প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তি সম্পর্কিত একটি রোডম্যাপ; পরিবেশ-বান্ধব জ্বালানি ক্ষেত্রে গ্রিন হাইড্রোজেন সম্পর্কিত একটি রোডম্যাপ; নিরাপত্তা ক্ষেত্রে বিশেষত, অপরাধ মোকাবিলায় পারস্পরিক আইনি সহায়তা সম্পর্কিত চুক্তি; নির্দিষ্ট বিভিন্ন তথ্যের সুরক্ষা ও নিরাপত্তায় পারস্পরিক বিনিময় সহায়তা সম্পর্কিত চুক্তি; শহরাঞ্চলের যান চলাচলকে পরিবেশ-বান্ধব করে তুলতে দ্বিতীয় পর্যায়ের সহযোগিতা ও অংশীদারিত্ব; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আইজিএসটিসি-র আওতায় উন্নতমানের সাজসরঞ্জামের যোগান ও বিনিময় সম্পর্কিত সমঝোতা; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ম্যাক্স-প্ল্যাঙ্ক-জেসেলশ্যাফ ই.ভি. (এমপিজি) এবং ইন্টারন্যাশনাল সেন্টার ফর থিওরিটিক্যাল সায়েন্স (আইসিটিএস) এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর মধ্যে মউ সম্পাদন; বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে ম্যাক্স-প্ল্যাঙ্ক-জেসেলশ্যাফ ই.ভি. (এমপিজি) এবং ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস (এনসিবিএস) এবং টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ (টিআইএফআর)-এর মধ্যে মউ স্বাক্ষর; স্টার্ট-আপ ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তর এবং জার্মান অ্যাকাডেমিক এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)-এর মধ্যে উদ্ভাবন সম্পর্কিত যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ; বিজ্ঞান ও পরিবেশ ক্ষেত্রে ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশন রিসার্চ (এনসিপিওআর) এবং অ্যালফ্রেড-ওয়েগনার ইনস্টিটিউট হেমহোলটজ জেনট্রাম ফুয়ার পোলার অ্যান্ড মীরেসফোরসচাং (এডব্লিউআই)-এর মধ্যে মউ এবং সমুদ্র গবেষণা সম্পর্কিত মউ সম্পাদন; স্বাস্থ্যক্ষেত্রে রোগ নির্ণয়ের উদ্দেশ্যে কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ – ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি (সিএসআইআর-আইজিআইবি), অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস (এইমস), লিপজিগ বিশ্ববিদ্যালয় এবং ভারতের শিল্প সহযোগীদের মধ্যে যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ সম্পর্কিত সিদ্ধান্ত; অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে ভারত-জার্মানি ম্যানেজেরিয়াল ট্রেনিং প্রোগ্রাম (আইজিএমটিপি); দক্ষতা বিকাশ এবং বৃত্তিগত শিক্ষা ও প্রশিক্ষণের লক্ষ্যে সহযোগিতা সম্পর্কিত মউ সম্পাদন; শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে ইন্টেন্ট অফ লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট সম্পর্কিত যৌথ ঘোষণা; শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে জার্মান ইন্ডিয়া অ্যাকাডেমিক নেটওয়ার্ক ফর টুমরো (জায়েন্ট) – এই বিষয়টির ওপর শিক্ষা সংক্রান্ত বিনিময় পরিষেবার লক্ষ্যে আইআইটি খড়্গপুর এবং জার্মান অ্যাকাডেমি এক্সচেঞ্জ সার্ভিস (ডিএএডি)-এর পক্ষ থেকে যৌথ প্রত্যক্ষ বিনিয়োগ; শিক্ষা ও গবেষণা ক্ষেত্রে ‘ট্র্যান্সক্যাম্পাস’ নামে একটি সুসংবদ্ধ অংশীদারিত্ব গড়ে তুলতে আইআইটি মাদ্রাজ এবং টিইউ ড্রেসডেন-এর মধ্যে চুক্তি সম্পাদন সম্পর্কিত একটি মউ।জার্মানির চ্যান্সেলরের ভারত সফরকালে সপ্তম আন্তঃসরকার পর্যায়ে আলোচনা ও পরামর্শ বৈঠকের ফলাফল
October 25th, 04:50 pm
অপরাধমূলক ঘটনার ক্ষেত্রে পারস্পরিক আইনি সহায়তা চুক্তিজার্মানির চ্যান্সেলরের সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস বিবৃতি
October 25th, 01:50 pm
প্রথমেই আমি চ্যান্সেলর স্কোলজ্ এবং তাঁর প্রতিনিধিদলকে আন্তরিকভাবে ভারতে স্বাগত জানাই। গত দু’বছরের মধ্যে এই নিয়ে তৃতীয়বার আপনাদের ভারতে স্বাগত জানানোর সুযোগ পেয়ে আমি আনন্দিত।অষ্টাদশ এশীয়-প্রশান্ত মহাসাগরীয় জার্মান ব্যবসা সম্মেলনে (এপিকে ২০২৪) প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
October 25th, 11:20 am
প্রথমবার তিনি এসেছিলেন মেয়র হিসেবে, পরের তিনবার চ্যান্সেলর হিসেবে। ভারত-জার্মানি সম্পর্ককে তিনি কতটা গুরুত্ব দেন, এর থেকেই তা বোঝা যাচ্ছে।