"বৈদ্যুতিন পণ্য রপ্তানীর প্রশ্নে ভারতের অগ্রগতিতে খুশি প্রধানমন্ত্রী "

August 05th, 03:30 pm

বৈদ্যুতিন পণ্য রপ্তানীর প্রশ্নে ভারতের অগ্রগতিতে খুশি প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এক্ষেত্রে ভারত বিশ্বের প্রথম তিনটি দেশের মধ্যে এসে গেছে। উদ্ভাবনের ক্ষেত্রে অত্যন্ত দক্ষ ভারতের যুবশক্তি এই সাফল্যের দাবিদার বলে শ্রী মোদী মনে করেন। তিনি আরও বলেন, আগামীদিনেও অগ্রগতির এই ধারা বজায় রাখতে ভারত দায়বদ্ধ।

প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহতদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন

June 17th, 12:58 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে রেল দুর্ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী আশ্বস্ত করে জানিয়েছেন, যাত্রীদের সহায়তা করতে উদ্ধারকাজ চলছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব দুর্ঘটনাস্থলে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর দপ্তর মৃতদের প্রত্যেকের নিকটাত্মীয়কে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে ২ লক্ষ টাকা করে অনুদান এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে।

ঘাটকোপার ইস্ট-এ 'বিকশিত ভারত, বিকশিত মুম্বাই'-এর জন্য বিকশিত ভারত রাষ্ট্রদূতদের বৈঠক

May 17th, 04:14 pm

স্থানীয় হীরা ব্যবসায়ী এবং ব্যবসায়ী সম্প্রদায়ের সাথে জড়িত থাকার জন্য বিকশিত ভারত রাষ্ট্রদূতরা মুম্বাইয়ের পূর্ব ঘাটকোপারের ভাটিয়া ওয়াদিতে মিলিত হয়েছে। এলাকার ৩০০ জনেরও বেশি সদস্য এই অনুষ্ঠানে যোগ দেন, যা কেন্দ্রীয় রেল, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণবের উপস্থিতিতে সম্মানিত করা হয়। অংশগ্রহণকারীরা সরাসরি মন্ত্রীর কাছে তাদের পরামর্শ এবং অভিজ্ঞতা তুলে ধরে একটি অবাধ প্রবাহিত বিনিময় হয়েছিল।

ডাকঘর নির্মাণে থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

April 12th, 07:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বেঙ্গালুরুতে ডাকঘর নির্মাণে থ্রি-ডি প্রিন্টিং প্রযুক্তি ব্যবহারের প্রশংসা করেছেন।

ভোপাল এবং নতুন দিল্লির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস-কে সবুজ পতাকা প্রদর্শন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

April 01st, 03:51 pm

সবার আগে আমি ইন্দোর মন্দিরে রাম নবমী উৎসবে যে দুর্ঘটনা হয়েছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এই দুর্ঘটনার ফলে যাঁরা আমাদের অসময়ে ছেড়ে চলে গেলেন, তাঁদের আমি শ্রদ্ধাঞ্জলি জানাই। তাঁদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। যে ভক্তরা আহত হয়েছেন,, যাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে, আমি তাঁদের দ্রুত আরোগ্য কামনা করছি।

প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের ভোপালে রানী কমলাপতি স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করেছেন

April 01st, 03:30 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মধ্যপ্রদেশের ভোপালে রানী কমলাপতি স্টেশন থেকে আজ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন। এর আগে তিনি রানী কমলাপতি থেকে নতুন দিল্লি গামী বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি ঘুরে দেখেন এবং শিশু ও রেল কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। ভাষণের শুরুতে প্রধানমন্ত্রী ইন্দোরে রাম নবমীর দিন একটি মন্দিরে দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। শ্রী মোদী আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।