দুর্দশাগ্রস্ত পশুদের দেখাশুনোর জন্য অবসরপ্রাপ্ত সেনা আধিকারিকের প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী

July 18th, 12:44 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দয়া ও সেবার জন্য সেনাবাহিনীর মেজর হিসেবে অবসরপ্রাপ্ত রাজস্থানের কোটার বাসিন্দা প্রমিলা সিং এর প্রশংসা করে তাঁকে চিঠি লিখেছেন। করোনা লকডাউনের সময় অবসরপ্রাপ্ত সেনা আধিকারিক প্রমিলা সিং ও তাঁর বাবা শ্যামবীর সিং অসহায় ও দুর্দশাগ্রস্ত পশুদের দেখাশুনো করেছেন, তাদের যন্ত্রণা উপলব্ধি করে সাহায্যের জন্য এগিয়ে এসেছেন। রাস্তায় ঘুরতে থাকা দুর্দশাগ্রস্ত পশুদের জন্য মেজর প্রমিলা ও তাঁর বাবা খাবার, এমনকি চিকিৎসারও ব্যবস্থা করেছেন। এজন্য ব্যক্তিগত সঞ্চয় থেকে পশুদের জন্য খরচ করেছেন। মেজর প্রমিলার প্রশংসা করে প্রধানমন্ত্রী মোদী এই প্রয়াসকে সমাজের কাছে অনুপ্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন।