এশিয়ান গেমস্ – এ লং জাম্পে রৌপ্য পদক জয়ী অ্যান্সি সোজান এডাপ্পিল্লির প্রশংসা করেন প্রধানমন্ত্রীর

October 02nd, 10:05 pm

এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, “এশিয়ান গেমস্ – এ লং জাম্পে আরও একটি রৌপ্য পদক। অ্যান্সি সোজান এডাপ্পিল্লি-কে তাঁর সাফল্যের জন্য অভিনন্দন জানাই। আগামী দিনের জন্য রইল আমার শুভ কামনা”।