স্বচ্ছতা হি সেবা ২০২৪ কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণ

October 02nd, 10:15 am

কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী মনোহরলাল জি, শ্রী সি আর পাটিল জি, শ্রী টোখন শাহু জি, শ্রী রাজভূষণ জি, অন্যান্য বিশিষ্টজন, ভদ্রমহোদয়া এবং মহোদয়গণ !

স্বচ্ছ ভারত দিবস, ২০২৪-এর কর্মসূচিতে অংশগ্রহণ প্রধানমন্ত্রীর

October 02nd, 10:10 am

১৫৫তম গান্ধী জয়ন্তী উপলক্ষে আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে ‘স্বচ্ছ ভারত দিবস, ২০২৪’-এর এক কর্মসূচিতে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। পরিচ্ছন্নতার লক্ষ্যে স্বচ্ছ ভারত অভিযানের আজ দশম বর্ষপূর্তি। এই ঘটনার উল্লেখ করে শ্রী মোদী বলেন যে এই দিনটি তাঁর কাছে যথেষ্ট আবেগের। কারণ এই দিনটিতেই পূণ্য বাপুজি জন্মগ্রহণ করেছিলেন, আজ আবার এই দিনটিতেই পূর্ণ হল স্বচ্ছ ভারত অভিযানের দশটি বছর। এই ঘটনাকে কোটি কোটি ভারতবাসীর পরিচ্ছন্নতার লক্ষ্যে অবিচল অঙ্গীকারের এক প্রতীকি ব্যঞ্জনা বলে বর্ণনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন যে গত ১০ বছর ধরে দেশের প্রত্যেকটি নাগরিক স্বচ্ছ ভারত অভিযানকে তাঁদের জীবনের একটি অংশ করে তুলেছিলেন। সাফাইমিত্র, ধর্মীয় নেতা, ক্রীড়াবিদ, সেলিব্রিটি জগতের নামীদামী ব্যক্তিত্ব, বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা এবং সংবাদমাধ্যমগুলি স্বচ্ছ ভারত মিশনকে একটি বড় ধরনের অভিযান করে তুলতে সর্বতোভাবে সহায়তা করেছেন। শ্রমদানের মধ্য দিয়ে ভারতের প্রাক্তন ও বর্তমান রাষ্ট্রপতি ও উপ-রাষ্ট্রপতিরা স্বচ্ছ ভারত অভিযানকে এক নতুন মাত্রা এনে দিয়েছেন। বর্তমানে দেশের প্রতিটি শহর, গ্রাম ও কলোনিতে পৌঁছে গেছে স্বচ্ছ ভারত গড়ে তোলার উদাত্ত আহ্বান। কেন্দ্রীয় ও রাজ্যস্তরের বিভিন্ন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীরাও সামিল হয়েছেন স্বচ্ছ ভারত মিশনকে সফল করে তোলার লক্ষ্যে। ‘স্বচ্ছতাই সেবা’ – এই মন্ত্রকে অবলম্বন করে কোটি কোটি ভারতবাসী উদযাপন করেছেন ‘স্বচ্ছতা পক্ষকাল’। ১৫ দিন ধরে চলা সেবা পক্ষকালে দেশজুড়ে আয়োজন করা হয় ২৭ লক্ষেরও বেশি কর্মসূচি যাতে অংশগ্রহণ করেন ২৮ কোটি মানুষ। এইভাবে এক পরিচ্ছন্ন ভারত গড়ে তোলার প্রচেষ্টায় যেভাবে দেশের সর্বস্তরের নাগরিক সামিল হয়েছেন, তাতে তাঁদের সকলের উদ্দেশেই কৃতজ্ঞতা জানিয়েছেন শ্রী নরেন্দ্র মোদী।

'মন কি বাত'-এর শ্রোতারাই এই অনুষ্ঠানের আসল অ্যাংকর: প্রধানমন্ত্রী মোদী

September 29th, 11:30 am

আমার প্রিয় দেশবাসী, নমস্কার। মন কি বাতে ফের একবার যুক্ত হওয়ার সুযোগ হল আমার। আজকের এই পর্ব আমাকে আবেগময় করে তুলেছে, অনেক পুরনো স্মৃতি জেগে উঠছে – কারণ এটাই, যে মন কি বাতের আমাদের এই পথচলার দশ বছর পূর্ণ হচ্ছে। দশ বছর আগে মন কি বাতের সূচনা তেসরা অক্টোবর বিজয়া দশমীর দিনে হয়েছিল, আর এ কত পবিত্র সংযোগ যে এই বছর তেসরা অক্টোবর যখন মন কি বাতের দশ বছর পূর্ণ হবে তখন নবরাত্রির প্রথম দিন হবে। মন কি বাতের এই দীর্ঘ যাত্রার এমন বেশ কিছু ধাপ রয়েছে যেগুলো কখনই ভুলতে পারব না আমি। মন কি বাতের কোটি-কোটি শ্রোতা আমাদের এই যাত্রার এমন সঙ্গী যাঁদের নিরন্তর সহযোগিতা পেয়ে চলেছি আমি। দেশের বিভিন্ন কোণ থেকে তথ্য পাঠিয়েছেন তাঁরা। মন কি বাতের শ্রোতারাই এই অনুষ্ঠানের প্রকৃত সূত্রধর। সাধারণভাবে এমন একটা ধারণা চালু যে যতক্ষণ মুখরোচক আলোচনা না হচ্ছে, নেতিবাচক কথা না হচ্ছে ততক্ষণ সেটা বেশি মনযোগ পায় না। কিন্তু মন কি বাত প্রমাণ করেছে যে দেশের মানুষ সদর্থক তথ্যের জন্য কতটা মুখিয়ে আছেন। সদর্থক আলোচনা, প্রেরণাদায়ী উদাহরণ, উৎসাহ বাড়ায় এমন কাহিনী, খুব পছন্দ করেন মানুষজন। যেমন একটা পাখি আছে, চাতক যার সম্বন্ধে বলা হয় যে সে শুধু বৃষ্টির জলই পান করে। মন কি বাতে আমরা দেখেছি যে মানুষজনও চাতক পাখির মত, দেশের অর্জিত সাফল্য, মানুষের গোষ্ঠীগত সাফল্যের কথা কত গর্বের সঙ্গে শোনেন।

গুজরাটের গান্ধীনগরে আরই-ইনভেস্ট ২০২৪-এ প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণের বঙ্গানুবাদ

September 16th, 11:30 am

গুজরাটের রাজ্যপাল শ্রী আচার্য দেবব্রত, মুখ্যমন্ত্রী শ্রী ভূপেন্দ্র ভাই প্যাটেল, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী চন্দ্রবাবু নাইডু, রাজস্থানের মুখ্যমন্ত্রী শ্রী ভজনলাল শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শ্রী মোহন যাদব আজ এখানে উপস্থিত রয়েছেন। ছত্তিশগড় এবং গোয়ার মুখ্যমন্ত্রীরাও এখানে আছেন। এছাড়াও বিভিন্ন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রীদের আমি এখানে দেখতে পাচ্ছি। ডেনমার্কের শিল্পমন্ত্রী সহ বিদেশের বহু বিশিষ্ট অতিথিও এখানে রয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী প্রহ্লাদ যোশী ও শ্রীপাদ নায়েক, বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিবৃন্দ, ভদ্রমহিলা এবং ভদ্রমহোদয়গণ !

গুজরাটের গান্ধীনগরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী

September 16th, 11:11 am

গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে চতুর্থ গ্লোবাল রিনিউয়েবল এনার্জি ইনভেস্টর্স মিট অ্যান্ড এক্সপো (রি-ইনভেস্ট)-এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। তিনদিনের এই সম্মেলনের মাধ্যমে অ-জীবাশ্ম উৎস থেকে জ্বালানি উৎপাদনে ভারতের সাফল্য অর্জনে যাঁরা অবদান রেখেছেন, তাঁদের সম্মানিত করা হচ্ছে। এই ধরনের উৎস থেকে ২০০ গিগাওয়াটেরও বেশি শক্তি উৎপাদনে সক্ষম হয়ে উঠেছে এই দেশ। শ্রী মোদী সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উদ্যোগে উদ্ভাবনমূলক নানান সমাধান নিয়ে আয়োজিত প্রদর্শনীও ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জলসঞ্চয় জনভাগিদারী’ উদ্যোগের সূচনা করেছেন

September 06th, 01:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের সুরাটে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জলসঞ্চয় জনভাগিদারী’ উদ্যোগের সূচনা অনুষ্ঠানে ভাষণ দেন। এই উদ্যোগের আওতায় রাজ্যজুড়ে দীর্ঘস্থায়ী ভিত্তিতে বর্ষার জল সংরক্ষণ পরিকাঠামো গড়ে তোলা হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ‘জলসঞ্চয় জনভাগিদারী’ উদ্যোগের সূচনা করেছেন

September 06th, 12:30 pm

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, জলশক্তি মন্ত্রকের উদ্যোগে আজ গুজরাট থেকে এই গুরুত্বপূর্ণ অভিযানের সূচনা করা হল। এবার বর্ষার মরসুমে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার উল্লেখ করে শ্রী মোদী বলেন, দেশের বেশিরভাগ এলাকাতেই এর প্রভাব পড়েছে। তিনি বলেন, গুজরাটকে কঠিন সংকটের মধ্যে পড়তে হয়েছে এবং এই সংকট মোকাবিলায় সমস্ত দফতরকে পূর্ণ মাত্রায় কাজে লাগানো হচ্ছে। তবে, এই সংকটাবস্থায় সারা দেশের মানুষ গুজরাটের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের অনেকাংশ এখনও বর্ষার মরসুমে বিপর্যয় কাটিয়ে উঠতে পারেনি।

বিভাজনমূলক রাজনীতি করতে ৩৭০ ধারা ও সিএএ বাতিলের বিরোধিতা করছে কংগ্রেস: জুনাগড়ে প্রধানমন্ত্রী মোদী

May 02nd, 11:30 am

জুনাগড়ে একটি জনসভায় ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিভাজনমূলক রাজনীতি করতে ৩৭০ ধারা ও সিএএ বাতিলের বিরোধিতা করছে কংগ্রেস। তিনি আরও বলেন, কংগ্রেসের লক্ষ্য হল ভারতকে উত্তর ও দক্ষিণে বিভক্ত করা। তিনি বলেন, কংগ্রেস তার ক্ষমতার রাজনীতি খেলতে ভারতকে অনিরাপদ রাখতে চায়।

কংগ্রেসের 'রিপোর্ট কার্ড' হল কেলেঙ্কারির 'রিপোর্ট কার্ড': সুরেন্দ্রনগরে প্রধানমন্ত্রী মোদী

May 02nd, 11:15 am

আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের সুরেন্দ্রনগরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে, তাঁর লক্ষ্য হল একটি 'বিকশিত ভারত' এবং ২০৪৭ সালের জন্য ২৪x৭ একটি বিকশিত ভারতকে সক্ষম করতে।

প্রধানমন্ত্রী মোদী গুজরাতের আনন্দ, সুরেন্দ্রনগর, জুনাগড় এবং জামনগরে জনসভায় ভাষণ দিয়েছেন

May 02nd, 11:00 am

আসন্ন লোকসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাতের আনন্দ, সুরেন্দ্রনগর, জুনাগড় এবং জামনগরে জনসভায় ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন যে, তাঁর লক্ষ্য হল একটি 'বিকশিত ভারত' এবং ২০৪৭ সালের জন্য ২৪x৭ একটি বিকশিত ভারতকে সক্ষম করতে।

মোদী আপনাদের জীবন বদলে দিতে দিন-রাত অক্লান্ত পরিশ্রম করছেন: ধারাশিবে জনসভায় প্রধানমন্ত্রী মোদী

April 30th, 10:30 am

প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রের ধারাশিবে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং কৃষকদের সংগ্রামের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং টেকসই সমাধান খুঁজে বের করার জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতির আশ্বাস দেন। তিনি বিরোধীদের ঘৃণ্য উদ্দেশ্যের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন, যা 'বিকশিত ভারত'-এর পথে বাধা হয়ে দাঁড়ায়।

মোদীর নেতৃত্বে প্রতিটি বোনের বাড়িতে নলবাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার গ্যারান্টি রয়েছে: লাতুরে প্রধানমন্ত্রী মোদী

April 30th, 10:15 am

প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রের লাতুরে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং কৃষকদের সংগ্রামের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং টেকসই সমাধান খুঁজে বের করার জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতির আশ্বাস দেন। তিনি বিরোধীদের ঘৃণ্য উদ্দেশ্যের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন, যা 'বিকশিত ভারত'-এর পথে বাধা হয়ে দাঁড়ায়।

একটি স্থিতিশীল সরকার ভবিষ্যতের প্রয়োজনের কথা মাথায় রেখে বর্তমানের যত্ন নেয়: মাধায় প্রধানমন্ত্রী মোদী

April 30th, 10:13 am

প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রের মাধায় উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং কৃষকদের সংগ্রামের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং টেকসই সমাধান খুঁজে বের করার জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতির আশ্বাস দেন।

প্রধানমন্ত্রী মোদী মাধা, ধারাশিব এবং লাতুরে জনসভায় উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ভাষণ দিয়েছেন

April 30th, 10:12 am

প্রধানমন্ত্রী মোদী মহারাষ্ট্রের মাধা, ধারাশিব এবং লাতুরে উচ্ছ্বসিত জনতার উদ্দেশে ভাষণ দিয়েছেন এবং কৃষকদের সংগ্রামের প্রতি সহানুভূতি প্রকাশ করেন এবং টেকসই সমাধান খুঁজে বের করার জন্য তাঁর সরকারের প্রতিশ্রুতির আশ্বাস দেন। তিনি বিরোধীদের ঘৃণ্য উদ্দেশ্যের বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন, যা 'বিকশিত ভারত'-এর পথে বাধা হয়ে দাঁড়ায়।

আমি শুধু সত্যিকারের উদ্দেশ্য নিয়ে পরিকল্পনা করি না, তার গ্যারান্টিও দিই: চিক্কাবল্লাপুরে প্রধানমন্ত্রী মোদী

April 20th, 04:00 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ কর্ণাটকের চিক্কাবল্লাপুরে একটি জনসভায় ভাষণ দিয়েছেন। জনতার উদ্দেশে ভাষণে তিনি এনডিএ সরকারের সাফল্যের কথা তুলে ধরেছেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনার রূপরেখা তৈরি করেছেন এবং চিক্কাবল্লাপুর থেকে ডঃ কে সুধাকর এবং কোলার নির্বাচনী এলাকা থেকে মল্লেশ বাবু মুনিস্বামীর জন্য সমর্থন চেয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী চিক্কাবল্লাপুর এবং বেঙ্গালুরুতে জনসভায় ভাষণ দিয়েছেন

April 20th, 03:45 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের চিক্কাবল্লাপুর এবং বেঙ্গালুরুতে জনসভায় ভাষণ দিয়েছেন। জনতার উদ্দেশে ভাষণে তিনি এনডিএ সরকারের সাফল্যের কথা তুলে ধরেছেন এবং ভবিষ্যতের জন্য পরিকল্পনার রূপরেখা তৈরি করেছেন।

গুজরাটে কোছবার আশ্রমের উদ্বোধন এবং সবরমতী আশ্রম প্রকল্পের মাস্টার প্ল্যানের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

March 12th, 10:45 am

পূজ্যবাপুর সবরমতী আশ্রম প্রাণবন্ত স্থান হিসেবে চিরকাল এক অনুপম প্রাণশক্তি বিকিরণ করে আসছে। অন্য অনেকের মতো যখনই আমরা পরিদর্শনের সুযোগ পাই, আমরা নিবিড়ভাবে অনুভব করি বাপুর দীর্ঘস্থায়ী প্রেরণা। সত্যের মূল্য, অহিংসা, দেশভক্তি এবং বঞ্চিতদের সেবার মনোভাব যা বাপুর দর্শন তা এখনও দেখা যায় সবরমতী আশ্রমে। এটি অত্যন্ত শুভ নিশ্চিত যে আজ আমি সবরমতী আশ্রমের পুনরুন্নয়ন এবং সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে প্রথমে বাপু যেখানে থাকতেন সেই কোছরাব আশ্রমটিরও সংস্কার করা হয়েছে এবং আমি অত্যন্ত খুশির সঙ্গে এর উদ্বোধনের কথা জানাচ্ছি। এই কোছরাব আশ্রমে প্রথম গান্ধীজি চরকা কাটেন এবং কাঠের কাজ শেখেন। এখানে দু-বছর থাকার পর গান্ধীজি সবরমতী আশ্রমে যান। এই পুনঃসংস্কারের ফলে গান্ধীজি প্রথম দিকের স্মৃতি আরও ভালোভাবে সংরক্ষিত হবে কোছরাব আশ্রমে।

গুজরাটের সবরমতীতে কোচরাব আশ্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

March 12th, 10:17 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সবরমতী আশ্রম সফর করেন ও কোচরাব আশ্রমের উদ্বোধন করেন। তিনি আজ সেখানে গান্ধী আশ্রম মেমোরিয়াল মাস্টারপ্ল্যানেরও সূচনা করেছেন। প্রধানমন্ত্রী গান্ধী মূর্তিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন ও হৃদয়কুঞ্জ ঘুরে দেখেন। তিনি সেখানে এখানে একটি প্রদর্শনীও প্রত্যক্ষ করেন, রোপণ করেন গাছের চারা।

আসামের জোরহাটে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভাষণ

March 09th, 01:50 pm

আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মাজি, কেন্দ্রীয় মন্ত্রিসভায় আমার সহকর্মী শ্রী সর্বানন্দ সোনোয়ালজি, শ্রী রামেশ্বর তেলীজি, আসাম রাজ্য সরকারের সমস্ত মন্ত্রীগণ, উপস্থিত জনপ্রতিনিধি বন্ধুগণ, অন্যান্য মাননীয় ব্যক্তিবর্গ, আর আমার আসামের প্রিয় ভাই ও বোনেরা।

অসমের জোড়হাটে ১৭,৫০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী

March 09th, 01:14 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ অসমের জোড়হাটে স্বাস্থ্য, তেল ও গ্যাস, রেল এবং আবাসন ক্ষেত্রের মোট ১৭,৫০০ কোটি টাকার একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন।