বিকশিত ভারত বিকশিত গুজরাট কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ভাষণের বঙ্গানুবাদ
February 10th, 01:40 pm
আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আজ ‘বিকশিত ভারত – বিকশিত গুজরাট’ কর্মসূচির সূচনা হচ্ছে। গুজরাটের ১৮২টি বিধানসভা কেন্দ্রের সবকটি থেকেই লক্ষ লক্ষ মানুষ প্রযুক্তির মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত হয়েছেন বলে আমি জানতে পেরেছি। বিকশিত গুজরাট কর্মসূচিতে যোগদানের ক্ষেত্রে প্রত্যেকের মধ্যে যে উদ্দীপনা নজরে আসছে, তা যথার্থই প্রশংসার যোগ্য। আমি আপনাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন জানাই।‘বর্তমান সময়কাল হল এক নতুন ইতিহাস গড়ার মুহূর্ত’
February 10th, 01:10 pm
আজ ভিডিও কনফারেন্সের এক মঞ্চে ‘বিকশিত ভারত বিকশিত গুজরাট’ কর্মসূচিতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র আওতায় নির্মিত ১ লক্ষ ৩০ হাজার বাড়ির তিনি দ্বারোদ্ঘাটন করেন এবং পূজার্চনাতেও অংশগ্রহণ করেন। আবাস যোজনার সুফলভোগীদের সঙ্গেও এক আলাপচারিতায় মিলিত হন প্রধানমন্ত্রী।বিজেপি রাজস্থানকে দেশের অন্যতম শক্তিশালী রাজ্যে পরিণত করছে: দৌসায় প্রধানমন্ত্রী মোদী
February 12th, 03:31 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দৌসায় একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ায় রাজস্থানের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আজ, দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোট অংশটি, দেশের সবচেয়ে দীর্ঘতম এক্সপ্রেসওয়ে, উদ্বোধন করা হয়েছে। এর ফলে দিল্লির মতো বড় বাজারে দুধ, ফল ও সবজি পৌঁছে দেওয়া সহজ হবে।”প্রধানমন্ত্রী মোদী রাজস্থানের দৌসায় জনসভায় ভাষণ দিয়েছেন
February 12th, 03:30 pm
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দৌসায় একটি বিশাল জনসভায় ভাষণ দিয়েছেন। প্রধানমন্ত্রী দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়ের প্রথম পর্যায়ের কাজ শুরু হওয়ায় রাজস্থানের জনগণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “আজ, দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়ের দিল্লি-দৌসা-লালসোট অংশটি, দেশের সবচেয়ে দীর্ঘতম এক্সপ্রেসওয়ে, উদ্বোধন করা হয়েছে। এর ফলে দিল্লির মতো বড় বাজারে দুধ, ফল ও সবজি পৌঁছে দেওয়া সহজ হবে।”২,৭৯৮ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে তরঙ্গ হিল-অম্বাজি-আবু রোড নতুন রেলপথ নির্মাণের প্রস্তাবে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার
July 13th, 04:15 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটির বৈঠকে আজ তরঙ্গ হিল-অম্বাজি-আবু রোড রেলপথ নির্মাণের প্রস্তাবটি অনুমোদিত হয়। প্রায় ২,৭৯৮ কোটি ১৬ লক্ষ টাকা ব্যয়ে এই রেলপথ নির্মাণের কাজ শেষ হবে ২০২৬-২৭ সাল নাগাদ। প্রস্তাবিত রেলপথটির দৈর্ঘ্য ১১৬.৬৫ কিলোমিটার। প্রকল্পটি রূপায়িত হলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ার সুবাদে সংশ্লিষ্ট অঞ্চলের আর্থ-সামাজিক চিত্রটাও অনেকাংশে বদলে যাবে। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নতুন ভারত গড়ে তোলার অভিযানের এক বিশেষ অঙ্গ হিসেবে এই প্রকল্পটি রূপায়িত হতে চলেছে।