উত্তর প্রদেশের বারাণসীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর প্রদত্ত ভাষণের বঙ্গানুবাদ

March 24th, 05:42 pm

এখন নবরাত্র’র পূর্ণ সময়, আজ মা চন্দ্রঘন্টার পূজার দিন। এটা আমার সৌভাগ্য যে, এই পবিত্র দিনে আজ আমি কাশীর মাটিতে আপনাদের সকলের মাঝে আসতে পেরেছি। আর আজ মা চন্দ্রঘন্টার আশীর্বাদে বারাণসীর সুখ ও সমৃদ্ধির আরেকটি অধ্যায় যুক্ত হচ্ছে। আজ এখানে ‘পাবলিক ট্রান্সপোর্ট রোপওয়ে’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বারাণসীর চতুর্মুখী উন্নয়নের খাতিরে কয়েকশো কোটি টাকা বিনিয়োগে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মধ্যে পরিশ্রুত পানীয় জল, স্বাস্থ্য, শিক্ষা, গঙ্গা পরিচ্ছন্নতা অভিযান, বন্যা নিয়ন্ত্রণ, পুলিশ পরিষেবা, ক্রীড়া সংক্রান্ত বিভিন্ন পরিষেবা – এই প্রকল্পগুলির অন্যতম। আজ এখানে আইআইটি বিএইচইউ-তে ‘সেন্টার অফ এক্সেলেন্স অন মেশিন টুলস্ ডিজাইন’ – এরও ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। অর্থাৎ, বারাণসীতে আরেকটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান গড়ে উঠছে। এই সকল প্রকল্পের জন্য বারাণসীর জনগণকে এবং পূর্বাঞ্চলের জনগণকে অনেক অনেক শুভেচ্ছা।

প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের বারাণসীতে ১৭৮০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন

March 24th, 01:15 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তর প্রদেশের বারাণসীতে ১৭৮০ কোটি টাকারও বেশি একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন। তিনি বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশন থেকে গোদৌলিয়া পর্যন্ত যাত্রীবাহী রোপওয়ে ব্যবস্থাপনার শিলান্যাস করেছেন। এছাড়াও, নমামী গঙ্গে প্রকল্পে ভগবানপুরে ৫৫ এমএলডি পয়ঃপ্রণালী শোধনাগার, সিগরা স্টেডিয়ামের দ্বিতীয় ও তৃতীয় পর্বের পুনরুন্নয়নমূলক প্রকল্প, হিন্দুস্থান পেট্রোলিয়ামের উদ্যোগে সেবাপুরীর ইশারওয়ার গ্রামে রান্নার গ্যাসের বটলিং প্ল্যান্ট, ভারথারা গ্রামে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এবং পোশাক পরিবর্তনের সুবিধা সমন্বিত একটি ভাসমান জেটির উদ্বোধন করেছেন তিনি। জল জীবন মিশনের আওতায় প্রধানমন্ত্রী ১৯টি পানীয় জল প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গও করেছেন। এর ফলে, ৬৩টি গ্রামের ৩ লক্ষেরও বেশি মানুষ উপকৃত হবেন। এই মিশনের আওতায় ৫৯টি পানীয় জল প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। খারকিয়াও-তে ফলমূল ও শাকসব্জির শ্রেণীবিন্যাস করে খাদ্য প্রক্রিয়াকরণের জন্য একটি সুসংহত ব্যবস্থাপনার উদ্বোধন এবং বারাণসী স্মার্ট সিটি মিশনের আওতায় একগুচ্ছ প্রকল্প তিনি জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন।