
মেদবহুলতার প্রতিরোধ এবং তেলযুক্ত খাবার কম খাওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রস্তাবে সমর্থন চিকিৎসক, ক্রীড়াবিদ এবং সমাজের সর্বস্তরের মানুষের
January 31st, 06:25 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মেদবহুলতার প্রতিরোধ এবং তেলযুক্ত খাবার কম খাওয়ার পরামর্শ দিয়েছেন। দেরাদুনে ৩৮টি ন্যাশনাল গেমসের উদ্বোধনী সমারোহে প্রধানমন্ত্রী বলেন, মেদবহুলতা ডায়াবেটিস, হৃদরোগ সহ একাধিক শারীরিক সমস্যা তৈরি করে। ফিট ইন্ডিয়া মুভমেন্টের প্রসঙ্গ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দৈনিক তেলযুক্ত খাদ্য গ্রহণের পরিমাণ অন্তত ১০ শতাংশ কমিয়ে দেওয়া উচিত সকলেরই।
মন কি বাত, ডিসেম্বর ২০২৩
December 31st, 11:30 am
আমার প্রিয় দেশবাসী, নমস্কার। ‘মন কি বাত’ অর্থাৎ আপনাদের সঙ্গে মিলিত হওয়ার এক শুভ সুযোগ। আর যখন নিজের পরিবারের মানুষদের সঙ্গে মিলিত হই, তখন সেটা কত আনন্দের, কত তৃপ্তির। ‘মন কি বাত’এর মাধ্যমে আপনাদের সঙ্গে মিলিত হয়ে আমার এমনই অনুভব হয়, আর আজ তো আমাদের একসঙ্গে পথ চলার এক’শো আটতম পর্ব। আমাদের এখানে ১০৮ সংখ্যাটির গুরুত্ব, এর পবিত্রতা, এক গভীর অধ্যয়নের বিষয়। মালায় একশো আটটি পুঁতি, ১০৮ বার জপ, ১০৮টি পুণ্য ক্ষেত্র, মন্দিরে ১০৮টি সিঁড়ির ধাপ, ১০৮টি ঘন্টা, ১০৮ এই অঙ্কটি অসীম আস্থার সঙ্গে যুক্ত। এই কারণে ‘মন কি বাত’এর একশো আটতম পর্ব আমার জন্য আরও বিশিষ্ট হয়ে উঠেছে। এই একশো আটটি পর্বে জনগণের অংশগ্রহণের কত উদাহরণ প্রত্যক্ষ করেছি আমি, সেখান থেকে প্রেরণা পেয়েছি। এখন এই পর্যায়ে পৌঁছনোর পর আমাদের নতুন এক শুভারম্ভ করতে হবে, নতুন উদ্যমের সঙ্গে এবং দ্রুততার সঙ্গে এগিয়ে যাওয়ার সঙ্কল্প গ্রহণ করতে হবে। আর এটা কত সুখকর সংযোগ যে আগামীকালের সূর্যোদয়, ২০২৪-এর প্রথম সূর্যোদয় হবে – ২০২৪ সালে প্রবেশ ঘটে যাবে আমাদের। আপনাদের সবাইকে ২০২৪ সালের অনেক অনেক শুভেচ্ছা।