বিকশিত ভারত যাত্রার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেওয়া ভাষণের বঙ্গানুবাদ
December 27th, 12:45 pm
বিকশিত ভারতের সংকল্পকে সামনে রেখে যে অভিযান শুরু হয়েছে তা ক্রমশই ছড়িয়ে পড়ছে দূরবর্তী গ্রামগুলিতেও। এর মূল উদ্দেশ্য হল, দরিদ্রতম মানুষটির সঙ্গে সংযোগ রক্ষা করা। গ্রামের তরুণ, মহিলা বা বয়স্ক নাগরিক যেই হোন না কেন, সাগ্রহভরে অপেক্ষা করেন মোদীর গাড়ির এই অভিযানে সামিল হওয়ার জন্য। ফলে আমি সব নাগরিককে কৃতজ্ঞতা জানাচ্ছি,বিশেষত মা ও বোনদের এই বৃহৎ কর্মযজ্ঞকে সফল রূপ দেওয়ার জন্য। তরুণের উদ্যম ও শক্তি এতে নিহিত। এই কর্মসূচিকে সফল রূপ দেওয়ায় তরুণ সম্প্রদায়কে অভিনন্দন। এমনও হয়েছে, কৃষকরা যেখানে মাঠে কাজ করছেন, বিকশিত ভারতের গাড়ি পৌঁছনোর খবর পেয়ে তাঁরা তাঁদের কাজ চার থেকে ছ' ঘণ্টার জন্য ফেলে রেখেও এই অভিযানে সামিল হচ্ছেন। ফলে গ্রাম থেকে গ্রামান্তরে উন্নয়নের এই বৃহৎ কর্মযজ্ঞ ছড়িয়ে পড়ছে।‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র সুবিধাভোগীদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতা
December 27th, 12:30 pm
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘বিকশিত ভারত সঙ্কল্প যাত্রা’র সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। তাঁদের উদ্দেশে ভাষণও দেন তিনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দেন। ছিলেন, কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।