শিবগিরি তীর্থ যাত্রার ৯০তম বার্ষিকী এবং ব্রহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর ভাষণ

April 26th, 10:31 am

শ্রী নারায়ণ ধর্ম সংঘম ট্রাস্টের সভাপতি স্বামী সচ্চিদানন্দজী, সাধারণ সচিব স্বামী রিতাম্ভরনন্দজী, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদে আমার সহকর্মী ও কেরলের ভূমিপুত্রদ্বয় শ্রী ভি মুরলীধরণজী ও শ্রী রাজীব চন্দ্রশেখরজী, শ্রী নারায়ণ গুরু ধর্ম সংঘম ট্রাস্টের আধিকারিকগণ, দেশ-বিদেশের পুণ্যার্থী তথা ভদ্রমহোদয় ও ভদ্রমহোদয়াগণ,

শিবগিরি তীর্থ যাত্রার ৯০তম বার্ষিকী এবং ব্রহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর বর্ষব্যাপী যৌথ উদযাপন উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

April 26th, 10:30 am

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ ৭ নম্বর লোক কল্যাণ মার্গে শিবগিরি তীর্থযাত্রা ৯০তম বার্ষিকী এবং ব্রহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষব্যাপী যৌথ উদযাপনের জন্য উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বর্ষব্যাপী এই অনুষ্ঠান যৌথ উদযাপনের জন্য একটি লোগোও প্রকাশ করেন তিনি। শিবগিরি তীর্থযাত্রা ও ব্রহ্ম বিদ্যালয় উভয়ই মহান সমাজ সংস্কারক শ্রী নারায়ণ গুরুর আশীর্বাদ ও নির্দেশনায় শুরু হয়েছিল। শিবগিরি মঠের আধ্যাত্মিক গুরু ও ভক্তরা ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব চন্দ্রশেখর এবং শ্রী ভি মুরলীধরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী সাত লোক কল্যাণ মার্গে শিবগিরি তীর্থ যাত্রার ৯০তম বার্ষিকী এবং ব্রহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী যৌথ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন

April 25th, 07:43 pm

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আগামীকাল (২৬শে এপ্রিল) বেলা সাড়ে ১০টায় সাত লোক কল্যাণ মার্গে শিবগিরি তীর্থ যাত্রার ৯০তম বার্ষিকী এবং ব্রহ্ম বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বর্ষব্যাপী যৌথ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এই উপলক্ষে তিনি বর্ষব্যাপী যৌথ উৎসবের লোগো বা প্রতীক প্রকাশ করবেন। মহান সমাজ সংস্কারক শ্রী নারাণয় গুরুর আশীর্বাদ ও তাঁর দেখানো পথ অনুসরণ করে শিবগিরি তার্থযাত্রা ও ব্রহ্ম বিদ্যালয়ের সূচনা হয়েছিল।