টাউন হল কর্মসূচি পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে এক পড়ুয়া প্রধানমন্ত্রী কাছে জানতে চান কিভাবে তারা নিজেদের সম্ভাবনাগুলিকে চিহ্নিত করবে এবং কিভাবে সঠিক জীবিকা উপার্জনের পথ নির্বাচন করবে। এর জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিজেকে জানা এক কঠিন বিষয়। নিজেকে জানার অন্যতম একটা উপায় হল স্বাচ্ছন্দ্যের বাতাবরণ থেকে বেরিয়ে এসে চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা তৈরি করা।
তিনি তরুণ প্রজন্মকে দৈনন্দিন নানা ঘটনার কথা সাপ্তাহিক ভিত্তিতে রোজনামচা হিসেবে লিখে রাখতে পরামর্শ দেন। এই রোজনামচা নিজেদের সহজাত ক্ষমতা সম্পর্কে অবহিত হতে পড়ুয়াদের সাহায্য করবে বলে তিনি অভিমত প্রকাশ করেন।
তিনি আরও বলেন, অন্যরা কি করছে তা না অনুসরণ করে একজন পড়ুয়ার এমন এক কর্মজীবন পছন্দ করা উচিৎ যা তার আগ্রহ ও সহজাত ক্ষমতার উপযুক্ত হবে।