আমাদের সাফাই কর্মচারী জন্য ভারত গর্বিত। এঁরা হচ্ছেন সেই ব্যক্তি, যাঁরা ভারতকে পরিচ্ছন্ন রাখতে সামনের সারিতে রয়েছেন।
২৪ ফেব্রুয়ারি, ২০১৯ তারিখে প্রয়াগরাজে কুম্ভ সফরকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমন কিছু করেছিলেন, যা গোটা দেশের স্মৃতির পাতায় রয়ে যাবে।
প্রধানমন্ত্রী মোদী সাফাই কর্মচারীদের সঙ্গে কথা বলেছিলেন এবং তাঁদের পা ধুয়ে দিয়েছিলেন।
এটা সাফাই কর্মচারীদের প্রতি প্রধানমন্ত্রী মোদীর শ্রদ্ধার প্রদর্শন। এখানে থেকে বোঝা যায় যে, প্রধানমন্ত্রী প্রতিটি ভারতীয়র খেয়াল রাখেন, তিনি প্রত্যেক নাগরিকের কাজকে মূল্যবান বলে মনে করেন এবং ভারতের জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলবেন।
প্রধানমন্ত্রী মোদী দেশকে স্বচ্ছ রাখতে সাফাই কর্মচারীদের ভালো কাজ নিয়ে বক্তব্য রাখেন। তিনি ২০১৯-এ প্রয়াগরাজে অনুষ্ঠিত কুম্ভর আয়োজনের প্রশংসা করেন, বিশেষ করে পরিচ্ছন্নতার।.
স্বচ্ছ ভারত মিশন একটি গণ আন্দোলন হয়ে উঠেছে। সব পেশার মানুষ এতে অংশগ্রহণ করেছেন। ২০১৪ সালে পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এলাকার পরিধি ছিল ৩৮ শতাংশ, ২০১৯ সালে ৯৮ শতাংশে পৌঁছেছে। গোটা দেশে মানুষ পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য অভিযান চালাচ্ছেন, তা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়। দেশকে স্বচ্ছ রাখতে নবীন ভারত সক্রিয় সমর্থন করছে, তা খুব উৎসাহের বিষয়।
এই ভিডিওতে প্রধানমন্ত্রী মোদী সাফাই কর্মচারীদের পা ধোয়াচ্ছেন, এবং ছবিগুলি আপনাকে গভীরভাবে স্পর্শ করবে।