প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী রেকর্ড পরিমাণ গ্যাস উৎপাদনের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন। এরফলে, দেশ সংশ্লিষ্ট ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠার ক্ষেত্রে অগ্রসর হবে। প্রধানমন্ত্রী বলেছেন, উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে জ্বালানী ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠা অত্যন্ত জরুরি।
পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী শ্রী হরদীপ সিং পুরী সামাজিক মাধ্যম এক্স – এ এক বার্তায় জানিয়েছেন, গ্যাস উৎপাদনে এক নতুন রেকর্ড তৈরি হয়েছে। ২০২০-২১ সালে গ্যাস উৎপাদনের পরিমাণ ছিল ২৮.৭ বিসিএম। ২০২৩-২৪ অর্থবর্ষে তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় ৩৬.৪৩ বিসিএম। তথ্যানুযায়ী, ২০২৬ সালে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পেয়ে ৪৫.৩ বিসিএম – এ পৌঁছবে।
শ্রী পুরীর বার্তার প্রত্যুত্তরে প্রধানমন্ত্রী বলেছেন, “এই সাফল্য অর্জনে দেশবাসীকে অনেক অনেক অভিনন্দন!
উন্নত ভারত গড়ার সংকল্প পূরণে জ্বালানী ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠা অত্যন্ত জরুরি। গ্যাস উৎপাদনের এই রেকর্ডের মাধ্যমে আমাদের অঙ্গীকার প্রতিফলিত হয়”।
देशवासियों को इस उपलब्धि के लिए बहुत-बहुत बधाई!
— Narendra Modi (@narendramodi) August 4, 2024
विकसित भारत के संकल्प की सिद्धि में ऊर्जा के क्षेत्र में हमारी आत्मनिर्भरता बहुत महत्वपूर्ण है। गैस उत्पादन का यह रिकॉर्ड इस दिशा में हमारी प्रतिबद्धता का प्रत्यक्ष प्रमाण है। https://t.co/czlrxvTFJt