প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ শহীদ দিবসে অমর বীরপুত্র ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন।
এক ট্যুইটে প্রধানমন্ত্রী বলেছেন, “শহীদ দিবসে ভারতমাতার অমর বীরপুত্র ভগৎ সিং, শুকদেব ও রাজগুরুর প্রতি বিনম্র শ্রদ্ধা। মাতৃভূমির জন্য এদের সর্বোচ্চ আত্মত্যাগের জেদ দেশবাসীকে সর্বদাই অনুপ্রাণিত করে। জয় হিন্দ”!
शहीद दिवस पर भारत माता के अमर सपूत वीर भगत सिंह, सुखदेव और राजगुरु को कोटि-कोटि नमन। मातृभूमि के लिए मर मिटने का उनका जज्बा देशवासियों को सदैव प्रेरित करता रहेगा। जय हिंद!
— Narendra Modi (@narendramodi) March 23, 2022