প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আন্তর্জাতিক সংস্কৃত দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। সংস্কৃতকে জনপ্রিয় করার জন্য যাঁরা উদ্যোগী হয়েছেন, তিনি তাঁদের অভিনন্দন জানান। শ্রী মোদী তাঁর মাসিক বেতার অনুষ্ঠান মন কি বাত – এ সংস্কৃত ভাষার বিষয়ে যে বক্তব্য রেখেছিলেন, তা সকলের সঙ্গে ভাগ করে নেন। ঐ অনুষ্ঠানগুলিতে তিনি সংস্কৃত ভাষার গুরুত্ব ও সৌন্দর্য্যের কথা উল্লেখ করেন। এছাড়াও, যুবসম্প্রদায়ের মধ্যে সংস্কৃতের জনপ্রিয়তার প্রসঙ্গটিও অনুষ্ঠানে স্থান পায়।
এক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, “আন্তর্জাতিক সংস্কৃত দিবসের শুভেচ্ছা। যাঁরা ভারতে ও বিশ্বে সংস্কৃত প্রসারের জন্য কাজ করছেন, তাঁদের সকলকে অভিনন্দন জানাই। আমি #MannKiBaat অনুষ্ঠানে সংস্কৃত ভাষার গুরুত্ব ও সৌন্দর্য্য সম্পর্কে কিছু কথা বলেছিলাম, তা এখানে সকলের সঙ্গে ভাগ করে নিলাম।
সাম্প্রতিক বছরগুলিতে যুবসম্প্রদায় সংস্কৃতের প্রসারে উৎসাহ দেখাচ্ছেন। ২০২১ সালের অগাস্ট মাসে #MannKiBaat – এ আমি এই উদ্যোগের প্রশংসা করেছিলাম। আমি আশা করি, আমাদের যুবসম্প্রদায়ের ভবিষ্যতে সংস্কৃত ভাষার প্রতি আগ্রহ অব্যাহত থাকবে”।
विश्वसंस्कृतदिनस्य शुभाशया:। भारते विश्वे च संस्कृतप्रचाराय कार्यं कुर्वतां सर्वेषाम् अभिनन्दनं करोमि। पूर्वतने एकस्मिन् #MannKiBaat मध्ये मया संस्कृतस्य महत्त्वं सौन्दर्यं च यत् उक्तं तत् अत्र ददामि। pic.twitter.com/sv2MyqE09t
— Narendra Modi (@narendramodi) August 12, 2022
गतेषु वर्षेषु युवानः संस्कृतप्रचारे अग्रेसराः सन्ति। अगस्त २०२१ #MannKiBaat मध्ये अहम् एतादृशानां प्रयत्नानां प्रशंसां कृतवान्। आशासे यत् आगामिकाले अपि अस्माकं युवानः संस्कृते रुचिं दर्शयेयुः। pic.twitter.com/siwGzCCCC7
— Narendra Modi (@narendramodi) August 12, 2022