সাংহাই সহযোগিতা সংগঠনের (এসসিও) রাষ্ট্রপ্রধানদের পরিষদের ২২তম বৈঠকে উজবেকিস্তানের রাষ্ট্রপতি শ্রী শওকত মিরজিয়োয়েভ-এর আমন্ত্রণে প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার সন্ধ্যায় উজবেকিস্তানের সমরকন্দে পৌঁছেছেন।
সমরকন্দে পৌঁছানোর পর উজবেকিস্তানের প্রধানমন্ত্রী শ্রী আব্দুল্লা আরিপোভ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। বিমান বন্দরে সেইসময় সমরকন্দের গভর্নর সহ উজবেকিস্তানের শীর্ষ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
শুক্রবার ১৬ সেপ্টেম্বর সকালে প্রধানমন্ত্রী এসসিও শিখর সম্মেলনে যোগ দেবেন এবং সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন নেতা এবং রাষ্ট্রপতির সঙ্গে পৃথক পৃথক বৈঠক করবেন।
Landed in Samarkand to take part in the SCO Summit. pic.twitter.com/xaZ0pkjHD1
— Narendra Modi (@narendramodi) September 15, 2022