প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে তাঁর বাসভবন ৭ লোককল্যাণ মার্গে কুয়েতের মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে পর্যালোচনা বৈঠকে পৌরোহিত্য করেছেন। ওই ঘটনায় বেশ কয়েকজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
প্রধানমন্ত্রী ওই দুর্ভাগ্যজনক ঘঠনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
প্রধানমন্ত্রী ভারত সরকারকে যথাসম্ভব সহায়তা করার নির্দেশ দিয়েছেন। বিদেশ প্রতিমন্ত্রীকে উদ্ধার কাজ এবং মৃতদেহ দেশে ফিরিয়ে আনার তত্ত্বাবধান করার নির্দেশ দিয়েছেন।
মৃতদের পরিবার পিছু প্রধানমন্ত্রী ত্রাণতহবিল থেকে ২ লক্ষ টাকা করে সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।
বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর, বিদেশ প্রতিমন্ত্রী শ্রী কীর্তিবর্ধন সিং, প্রধানমন্ত্রীর প্রধান সচিব শ্রী প্রমোদ কুমার মিশ্র, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা শ্রী অজিত দোভাল, বিদেশ সচিব শ্রী বিনয় কোয়াত্রা এবং অন্য পদস্থ আধিকারিকরাও উপস্থিত ছিলেন বৈঠকে।