QuotePM Modi suggests entire campus of Shree Somnath temple be upgraded with water, greenery and facilities
QuoteSomnath Trust should actively participate in the effort to make Veraval and Prabhas Patan cashless: PM

আজ শ্রী সোমনাথট্রাস্টের ১১৬তম বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। ট্রাস্টেরঅন্যান্য সদস্যদের মধ্যে এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন শ্রী লালকৃষ্ণ আদবানী, শ্রীঅমিত শাহ্‌, শ্রী কেশুভাই প্যাটেল, শ্রী পি কে লহেরি, শ্রী জে ডি পারমার এবং শ্রীহর্ষ নেওটিয়া।

বৈঠকে শ্রী মোদীপরামর্শ দেন শ্রী সোমনাথ মন্দিরের সমগ্র এলাকাটি জল ও সবুজায়নের মাধ্যমে সাজিয়েতোলার। সেইসঙ্গে মন্দির ও সন্নিহিত এলাকায় বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধাসম্প্রসারণের ওপরও বিশেষ জোর দেন তিনি।

|

প্রধানমন্ত্রীরমতে, ভারাভাল এবং প্রভাস পাতনকে ক্যাশলেস করে তোলার লক্ষ্যে ট্রাস্টের উচিৎসর্বতোভাবে প্রচেষ্টা চালিয়ে যাওয়া। তিনি বলেন, সবক’টি বড় বড় শহরেই বিশেষ বিশেষমহোৎসব আয়োজনের প্রয়োজন রয়েছে। এজন্য ট্রাস্টকে উদ্যোগ গ্রহণেরও প্রস্তাব দেনতিনি।

বৈঠকে স্থির হয় যেশ্রী কেশুভাই প্যাটেল বর্তমান বছরে ট্রাস্টের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেযাবেন।

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
New trade data shows significant widening of India's exports basket

Media Coverage

New trade data shows significant widening of India's exports basket
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 17 মে 2025
May 17, 2025

India Continues to Surge Ahead with PM Modi’s Vision of an Aatmanirbhar Bharat