Quote500 more PSA oxygen plants, based on technology developed by DRDO, sanctioned under PM CARES
QuoteThe Oxygen Concentrators & PSA Plants will greatly augment the supply of oxygen near the demand clusters

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী পিএম কেয়ার্স ফান্ড থেকে ১ লক্ষ বহনযোগ্য অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য অর্থ মঞ্জুর করেছে।

কোভিড-১৯এর চিকিৎসার ব্যবস্থা করার জন্য তরলীকৃত অক্সিজেনের সরবরাহ বাড়ানো প্রয়োজন, আর তাই প্রধানমন্ত্রীর পৌরহিত্যে একটি উচ্চ পর্যায়ের কমিটিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব এই অক্সিজেন কনসেনট্রেটরগুলি কিনে, সেগুলি যেসব রাজ্যে সংক্রমণের হার বেশী,  সেখান পাঠাতে হবে।

এছাড়াও পিএম কেয়ার্স ফান্ডের অর্থে ৫০০টি প্রেসার সুইং অ্যাডসরপশন (পিএসএ) অক্সিজেন প্ল্যান্ট তৈরি করা হবে। এর আগে এই তহবিল থেকে ৭১৩টি পিএসএ প্ল্যান্ট তৈরির প্রস্তাব অনুমোদিত হয়েছিল।  

পিএসএ প্ল্যান্টগুলি জেলা সদর এবং দ্বিতীয় শ্রেণীর শহরগুলির হাসপাতালে চিকিৎসার জন্য তরলীকৃত অক্সিজেন সরবরাহ বাড়াবে। ডিআরডিও এবং সিএসআইআর-এর উদ্ভাবিত দেশীয় প্রযুক্তি ব্যবহার করে এই ৫০০টি পিএসএ প্ল্যান্ট তৈরি করা হবে।

পিএসএ প্ল্যান্ট এবং বহনযোগ্য অক্সিজেন কনসেনট্রেটর সংগ্রহ করার ফলে যেসব জায়গায় অক্সিজেনের প্রয়োজন বেশি সেখানে পরিমাণমত অক্সিজেন পাঠানো সম্ভব হবে। এছাড়াও অক্সিজেন প্ল্যান্ট থেকে হাসপাতালে অক্সিজেন পরিবহণের সমস্যা দূর হবে। 

 

Explore More
প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী

জনপ্রিয় ভাষণ

প্রত্যেক ভারতীয়ের রক্ত ফুটেছে: মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী
Data centres to attract ₹1.6-trn investment in next five years: Report

Media Coverage

Data centres to attract ₹1.6-trn investment in next five years: Report
NM on the go

Nm on the go

Always be the first to hear from the PM. Get the App Now!
...
সোশ্যাল মিডিয়া কর্নার 10 জুলাই 2025
July 10, 2025

From Gaganyaan to UPI – PM Modi’s India Redefines Global Innovation and Cooperation