নেপালের কাঠমান্ডু পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি চতুর্থ বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। এই সম্মেলনের মূল প্রতিপাদ্য 'শান্তিপূর্ণ, সমৃদ্ধিশালী ও টেকসই বঙ্গোপসাগর অঞ্চলের সন্ধানে'। সম্মেলনের পাশাপাশি বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী মোদী নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে সাক্ষাৎ করবেন এবং ভারত-নেপাল দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা করবেন। এছাড়া পশুপতিনাথ মন্দির চত্বরে নেপাল-ভারত মৈত্রী ধর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী ও প্রধানমন্ত্রী ওলি।
Countries with shared vision for regional cooperation coming together! To participate in the 4th BIMSTEC Summit, PM @narendramodi had an early morning start for Kathmandu. 7 member BIMSTEC stands for Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation. pic.twitter.com/a42t0cEaRl
— Raveesh Kumar (@MEAIndia) August 30, 2018