প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতায় দুতি চাঁদকে অভিনন্দন জানিয়েছেন।
প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বলেছেন,
“প্রতিভাবান এক ক্রীড়াবিদের অভাবনীয় সাফল্য। মহিলাদের ১০০ মিটার স্প্রিন্টে সোনা জেতার দুর্লভ সম্মান প্রাপ্তিতে দুতি চাঁদ, আপনাকে অভিনন্দন। আপনি দেশের মুখ উজ্জ্বল করেছেন।”
Exceptional achievement of an exceptional athlete!
— Narendra Modi (@narendramodi) July 10, 2019
Congratulations @DuteeChand for winning a hard earned and well deserved Gold in the Women’s 100 m finals.
You make India proud! #Universiade @FISU https://t.co/LVSkbsPZOP