প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদির সঙ্গে শনিবার ফ্রান্সের সশস্ত্রবাহিনীর মন্ত্রী শ্রীমতি ফ্লোরেন্স পার্লে সাক্ষাত করলেন
আলোচনায় শ্রীমতি পার্লে দুই দেশের মধ্যেকার দ্বিপাক্ষিক প্রতিরক্ষাসহযোগিতার অগ্রগতি তুলে ধরলেন প্রধানমন্ত্রীর কাছে| প্রধানমন্ত্রী বলেন, ভারত ওফ্রান্সের কৌশলগত অংশীদারিত্বের প্রধান স্তম্ভগুলোর একটি হচ্ছে প্রতিরক্ষাসহযোগিতা| তিনি প্রতিরক্ষা ক্ষেত্রের নির্মাণ এবং যৌথ গবেষণা ও উন্নয়নের ক্ষেত্রে‘মেক ইন ইন্ডিয়া’ কাঠামোয় আরও গভীর সহযোগিতার আহ্বান জানান|
দুই নেতা পারস্পরিক আগ্রহের বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক বিষয় নিয়ে আলোচনাকরেন|
প্রধানমন্ত্রী বলেন, তিনি ফ্রান্সের রাষ্ট্রপতি ম্যাকরনকে ভারত সফরে স্বাগতজানানোর জন্য বিশেষভাবে আগ্রহী|